রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত টেক্সটাইল টেকনোলজির জন্য দেশের একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স)। প্রতিষ্ঠানটি বস্ত্রখাতের উৎকর্ষতা সাধন, উন্নয়ন, বস্ত্র শিক্ষার সম্প্রসারণ এবং এর রফতানি বাড়াতে ভূমিকা রাখায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বিশেষ পুরস্কার পাচ্ছে। ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবসে সচিবালয়ের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট বিষয়ক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
জানাগেছে আগামী ১২ই জানুয়ারি ২০২৩ এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড শাহ আলিমুজ্জামান বলেন, বস্ত্র শিক্ষা সম্প্রসারণের জন্য পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে বুটেক্সকে সম্মানিত করা হবে।
বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম স্যারের নেতৃত্বে ২য় বারের মতো বুটেক্স এই পুরষ্কার পেতে যাচ্ছে। দেশের বস্ত্র খাতকে নেতৃত্ব দেওয়ার জন্য বুটেক্স তার শিক্ষার্থীদের তৈরি করার লক্ষ্যে পড়ালেখার বাইরেও গবেষণায় উদ্বুদ্ধ করার ধারাবাহিকতায় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করছে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh