শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্য বইয়ে ভুল যেখানে যেখানে দেখা গেছে আমরা তা সংশোধন করেছি। কেউ অপপ্রচার এবং গুজবে কান দেবেন না। যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিহত করব।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে যে তথ্য নেই সেই তথ্য আছে বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে ও অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যাচারকে কখনোই প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই।
নতুন পাঠ্যক্রম নিয়ে নিজেদের লক্ষ্য-উদ্দেশ্যে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমের কার্যক্রম চালু হয়েছে। সেই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা এবং মূল্যবোধ সম্পর্কে শিখতে পারবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হবে।
‘স্মার্ট নাগরিক তৈরি করতে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা একটি দুরূহ ও সময়সাপেক্ষ কাজ। পাঠ্য বইয়ে যেসব ভুল হয়েছে, সেসব সংশোধন করা হয়েছে। আরো ভুল চিহ্নিত হলে সেগুলোও সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।
Let everyone know by sharing.
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh