গত বছরের অক্টোবরে টুইটার কেনার পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, ভিডিও নির্মাতাদের জন্য টুইটারকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ করবেন। এরই ধারাবাহিকতায় গত মে মাসে অর্থের বিনিময়ে নীল টিক ব্যবহারকারীদের জন্য দুই ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করেছে টুইটার। আকারে বড় এসব ভিডিও দেখার সময় অন্য কাজ করার সুযোগ দিতে নিজেদের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদেরও ঘোষণা দিয়েছে টুইটার। এবার ভিডিও নির্মাতাদের জন্য টুইটারকে আরও বেশি আকর্ষণীয় করতে তিন ঘণ্টার ভিডিও আপলোডের সুযোগ চালু করতে যাচ্ছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা থিও ভনের করা টুইটের (টুইটারে দেওয়া বার্তা) প্রতিক্রিয়া জানিয়ে ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারে তিন ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুযোগ আসছে।
তিন ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুযোগ কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি ইলন মাস্ক। ধারণা করা হচ্ছে, শিগগিরই অর্থের বিনিময়ে টুইটারের নীল টিক ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।
উল্লেখ্য, স্মার্টফোন ও কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টেলিভিশনে টুইটারের ভিডিও দেখার সুযোগ দিতে ভিডিও অ্যাপ আনতে যাচ্ছে টুইটার। অ্যাপটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই টুইটারে আদান-প্রদান করা বড় ভিডিওগুলো টেলিভিশনে দেখতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh