বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে। শনিবার বুয়েট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটে ঈদের নামাজের জামাত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ জামাত সকাল সোয়া ৭টায় শুরু হবে। বুয়েট খোলা মাঠে নামাজের জামাতের ওপর সরকারি বিধিনিষেধ দেওয়া হলে অথবা আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে ঈদ জামাত পড়ানো হবে।
বিশ্ববিদ্যালয়ের ওই তিনটি স্থান হচ্ছে, কেন্দ্রীয় মসজিদে প্রথম ধাপে সোয়া ৭টায়, দ্বিতীয় ধাপে বকসি বাজার বায়তুল সালাম মসজিদে ৮টায় ও তৃতীয় ধাপে আজাদ আবাসিক এলাকায় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh