December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Admission BUET Student Activity University

বুয়েটের ভর্তি পরীক্ষা আজ পরীক্ষার্থী ১৭ হাজার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্‌-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভর্তি পরীক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

ইতিপূর্বে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৩ জন প্রাক্‌–নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

প্রাক্‌–নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৫১৭ এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৬ শিক্ষার্থী পরীক্ষা দেবেন,
৪ জুন প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিফট-১ ‘ক’ ও ‘খ’ গ্রুপে সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং শিফট-২ ‘ক’ ও ‘খ’ গ্রুপে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা হবে।

বুয়েটে স্নাতকে ভর্তি পরীক্ষা হবে দুই ধাপে। ইতিমধ্যে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা দুই শিফটে শেষ হবে আজ। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ১৮ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *