হ্যাকিং এড়াতে শর্টসে লিংক অকার্যকর করবে ইউটিউব
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার সুবিধা থাকায় ইউটিউব শর্টস এখন জনপ্রিয়। একই সঙ্গে সাইবার অপরাধীদের তৎপরতার শঙ্কাও বাড়ছে। তাই হ্যাকিংয়ের শঙ্কা এড়াতে শর্টসের মন্তব্য বা ডেসক্রিপশনে থাকা লিংক অকার্যকর করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এক ব্লগে এ তথ্য জানিয়েছে ইউটিউব। ব্লগে বলা হয়, চলতি আগস্টের শেষ দিকে ইউটিউব শর্টসের ডেসক্রিপশন এবং কমেন্ট থেকে সব লিংক অকার্যকর করবে ইউটিউব।