রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। রুয়েট কেন্দ্রে সর্বোমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবে। এদিকে রুয়েট কেন্দ্রে সম্বনিত ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ আগস্ট) রুয়েটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রুয়েট ভর্তি পরীক্ষার সভাপতি ও তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের অধিকর্তা ড. মো. নজরুল ইসলাম মণ্ডল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শনিবার (৬ আগস্ট) সকাল ১০ টা থেকে বেলা ১১.৪৫ ঘটিকা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪ টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এ মোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অধীনে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:৪৫ টা পর্যন্ত ৬২২ জন ভর্তিচ্ছু অংশ নেবে। ‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের MCQ পরীক্ষা এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অংকনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নির্দেশনাসমূহ:
পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ডাউনলোডকৃত সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের হার্ডকপি (Color Print) অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে অসুদপায় অবলম্বন বা কারো সাথে দুর্ব্যবহার করলে পরীক্ষা বাতিল বলে গন্য হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা হওয়ার পর ১ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর (ভর্তি কমিটির অনুমোদিত) ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্স, স্কেল, সেট স্কয়ার, কম্পাস ও কোন প্রকার ব্যাগ সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
Source – RUET News
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh