December 23, 2024
Chicago 12, Melborne City, USA
DESCO Diploma Engineers Government Job Preparation Govt. Jobs Govt. Jobs Preparation

DESCO তে চাকরি করার স্বপ্ন যাদের

DESCO

স্বপ্ন যাদের 𝐃𝐄𝐒𝐂𝐎:(𝐒𝐀𝐄 𝐄𝐓)

পরীক্ষার ভেনুঃ- 𝐁𝐔𝐄𝐓

প্রথমে-ই বলে রাখি 𝐃𝐄𝐒𝐂𝐎 এর পরীক্ষা 𝟕𝟎% ডিপ্লোমার বেইজে এবং 𝟑𝟎% বিএসসি’র বেইজে প্রশ্ন হয় সাধারণত; যারা ডিপ্লোমার সিলেবাস ভাল ভাবে শেষ করবেন তারাও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন; তবে বাকি 𝟑𝟎% সিলেবাস(𝐄𝐄𝐄) যারা ভাল করবেন তারা জব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন৷ এক্ষেত্রে পরামর্শ হলো সবাই রনি পারভেজ 𝐄𝐄𝐄 জব সলুশনটা ভাল ভাবে আয়ত্ত করে যাবেন৷

𝐏𝐨𝐢𝐧𝐭 𝐭𝐨 𝐛𝐞 𝐍𝐨𝐭𝐞𝐝: প্রথম কাজ হলো ডিপ্লোমার যে কোন একটা জব সলুশন ভাল ভাবে শেষ করতে হবে; “প্রাইম ইলেকট্রিক্যাল জব সলুশন” আপডেট বইটা দেখতে পারেন৷ কেউ যদি জব সলুশন বইটা ভাল ভাবে শেষ করে তার জন্য চাকরির সিলেবাস 𝟒𝟎-𝟓𝟎% আয়ত্তে চলে আসে৷ আর অনেক সময় বিগত সালের প্রশ্ন থেকে কিছু প্রশ্ন কমন আসে৷ বলে রাখা ভাল “জব সলুশন” থেকে প্রশ্ন কমন আসবে এমন ভাবার দরকার নাই তবে প্রশ্ন কমন যদি আসে সেক্ষেত্রে যেন ভুল না হয় সেটি মাথায় রাখতে হবে৷

𝐅𝐨𝐫 𝐃𝐞𝐩𝐞𝐫𝐭𝐦𝐞𝐧𝐭:𝐃𝐂 𝐂𝐢𝐫𝐜𝐮𝐢𝐭:

𝟏. 𝐒𝐞𝐫𝐢𝐞𝐬 𝐏𝐚𝐫𝐫𝐞𝐥𝐥 𝐌𝐚𝐭𝐡

𝟐.𝐍𝐨𝐝𝐚𝐥/𝐌𝐚𝐬𝐡 𝐀𝐧𝐚𝐥𝐲𝐬𝐢𝐬 𝐌𝐚𝐭𝐡

𝟑.𝐓𝐡𝐞𝐯𝐞𝐧𝐢𝐧/𝐌𝐚𝐱: 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐞𝐫 𝐓𝐡𝐞𝐨𝐫𝐞𝐦 𝐌𝐚𝐭𝐡

𝟒.𝐒𝐭𝐚𝐫-𝐃𝐞𝐥𝐭𝐚 𝐌𝐢𝐱𝐞𝐝 𝐂𝐤𝐭. 𝐌𝐚𝐭𝐡

𝐀𝐂 𝐂𝐢𝐫𝐜𝐮𝐢𝐭:

𝟓.𝐑𝐋𝐂 𝐂𝐢𝐫𝐜𝐮𝐢𝐭 𝐌𝐚𝐭𝐡

𝟔.𝐑𝐞𝐬𝐨𝐧𝐚𝐧𝐜𝐞 𝐂𝐤𝐭. 𝐌𝐚𝐭𝐡

𝟕.𝐀𝐂 𝐒𝐨𝐮𝐫𝐜𝐞 𝐑𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐌𝐚𝐭𝐡

𝟖.𝐌𝐚𝐱:,𝐀𝐯𝐞𝐫𝐚𝐠𝐞,𝐑𝐌𝐒 𝐕𝐚𝐥𝐮 𝐟𝐨𝐫 𝐀𝐂 𝐂𝐢𝐫𝐜𝐮𝐢𝐭 𝐟𝐫𝐨𝐦 𝐞𝐪𝐮𝐢𝐚𝐭𝐢𝐨𝐧𝐬

𝟗.𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 & 𝐔𝐧𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐂𝐤𝐭. 𝐌𝐚𝐭𝐡

𝟏𝟎. 𝐖𝐚𝐭𝐭 𝐌𝐞𝐭𝐞𝐫 𝐟𝐢𝐠𝐮𝐫𝐞+𝐌𝐚𝐭𝐡

𝟏𝟏.𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 & 𝐏𝐨𝐥𝐲 𝐏𝐡𝐚𝐬𝐞 𝐌𝐚𝐭𝐡

𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦:

𝟏𝟐. 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐅𝐚𝐜𝐭𝐨𝐫 𝐢𝐦𝐩𝐫𝐨𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 𝐌𝐚𝐭𝐡

𝟏𝟑.𝐊𝐚𝐥𝐯𝐢𝐧𝐬 𝐋𝐚𝐰 𝐫𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐌𝐚𝐭𝐡(𝐓&𝐃-𝟎𝟏)

𝟏𝟒.𝐋.𝐅,𝐃.𝐅,𝐃𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐅𝐚𝐜𝐭𝐨𝐫,𝐏𝐥𝐚𝐧𝐭 𝐂𝐚𝐩𝐚𝐜𝐢𝐭𝐲,𝐑𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐂𝐚𝐩𝐚𝐜𝐢𝐭𝐲 & 𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐌𝐚𝐭𝐡

𝟏𝟓.𝐋𝐨𝐨𝐩 𝐈𝐧𝐝𝐮𝐜𝐭𝐚𝐧𝐜𝐞 & 𝐂𝐚𝐩𝐚𝐜𝐢𝐭𝐚𝐧𝐜𝐞 𝐌𝐚𝐭𝐡

𝟏𝟔.𝐒𝐭𝐫𝐢𝐧𝐠 𝐞𝐟𝐟𝐢𝐜𝐢𝐞𝐧𝐜𝐲 𝐌𝐚𝐭𝐡

𝟏𝟕.𝐕𝐨𝐥𝐭𝐞𝐠 𝐫𝐞𝐠𝐮𝐥𝐬𝐭𝐢𝐨𝐧 & 𝐞𝐟𝐟𝐢𝐜𝐢𝐞𝐧𝐜𝐲 𝐦𝐚𝐭𝐡(𝐓&𝐃-𝟎𝟏)

𝟏𝟖.𝐇𝐲𝐝𝐫𝐨-𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐢𝐜 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐏𝐥𝐚𝐧𝐭 𝐌𝐚𝐭𝐡(𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐜𝐚𝐥 𝐄𝐧𝐞𝐫𝐠𝐲)

𝟏𝟗.𝐁𝐚𝐬𝐞 𝐊𝐕𝐀,𝐒𝐡𝐨𝐫𝐭 𝐂𝐤𝐭 𝐊𝐕𝐀 & 𝐅𝐚𝐮𝐥𝐭 𝐂𝐮𝐫𝐫𝐞𝐧𝐭 𝐑𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐌𝐚𝐭𝐡

𝐌𝐚𝐜𝐡𝐢𝐧𝐞 𝐏𝐚𝐫𝐭:

𝟐𝟎.𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐭𝐨𝐫 +𝐌𝐨𝐭𝐨𝐫 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟏.𝐈𝐧𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟐.𝐒𝐲𝐧𝐜𝐡𝐫𝐨𝐧𝐮𝐬 𝐌𝐨𝐭𝐨𝐫 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟑.𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐞𝐫 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟒.𝐏𝐚𝐫𝐫𝐞𝐥𝐥 𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐞𝐝 𝐓𝐫𝐱. 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟓. 𝐎.𝐂.𝐓 & 𝐒.𝐂.𝐓 𝐓𝐫𝐱. 𝐌𝐚𝐭𝐡

𝐄𝐥𝐞𝐜𝐭𝐫𝐨𝐧𝐢𝐜𝐬 𝐏𝐚𝐫𝐭:

𝟐𝟔.𝐓𝐫𝐚𝐧𝐬𝐢𝐬𝐭𝐨𝐫 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟕.𝐃𝐢𝐨𝐝𝐞+𝐙𝐞𝐧𝐞𝐫 𝐃𝐢𝐨𝐝𝐞 𝐌𝐚𝐭𝐡

𝟐𝟖.𝐂𝐥𝐢𝐩𝐢𝐧𝐠 & 𝐂𝐥𝐚𝐦𝐩𝐢𝐧𝐠 𝐎/𝐏 𝐝𝐞𝐬𝐢𝐠𝐧

𝟐𝟗.𝐑𝐞𝐜𝐭𝐢𝐟𝐢𝐞𝐫 𝐌𝐚𝐭𝐡 & 𝐟𝐢𝐠𝐮𝐫𝐞

𝟑𝟎.𝐎𝐩-𝐀𝐦𝐩 𝐌𝐚𝐭𝐡 & 𝐟𝐢𝐠𝐮𝐫𝐞

𝟑𝟏.𝐅𝐄𝐓 & 𝐌𝐎𝐒-𝐅𝐄𝐓 𝐌𝐚𝐭𝐡

𝐃𝐫𝐚𝐰 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦:

𝟑𝟐.𝐂𝐞𝐢𝐥𝐢𝐧𝐠 𝐟𝐚𝐧 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟑𝟑.𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 𝐥𝐢𝐧𝐞 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦 𝐨𝐟 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦

𝟑𝟒.𝐈𝐧𝐯𝐞𝐫𝐭𝐨𝐫 𝐂𝐤𝐭 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟑𝟓.𝐌𝐞𝐫𝐳𝐞-𝐏𝐫𝐢𝐳𝐞 𝐏𝐫𝐨𝐭𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟑𝟔.𝐑𝐞𝐚𝐥𝐲 & 𝐂𝐁 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟑𝟕.𝟏𝟏/𝟎.𝟒 𝐊𝐕 𝐬𝐮𝐛𝐬𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟑𝟖.𝐓𝐫𝐱. 𝐕-𝐕 & 𝐏𝐚𝐫𝐫𝐞𝐥𝐥 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟑𝟗.𝐓𝐫𝐱. 𝐋𝐚𝐠𝐠𝐢𝐧𝐠,𝐋𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐔𝐧𝐢𝐭𝐲 𝐕𝐞𝐜𝐭𝐨𝐫 𝐝𝐢𝐚𝐠𝐫𝐚𝐦

𝟒𝟎.𝐁𝐫𝐢𝐝𝐠𝐞 𝐑𝐞𝐜𝐭𝐢𝐟𝐢𝐞𝐫 𝐟𝐢𝐠𝐢𝐫𝐞(𝐎/𝐏 𝟓 𝐯𝐨𝐥𝐭 𝐃𝐂)

𝐓𝐞𝐥𝐞𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐚𝐫𝐭:

𝐁𝐔𝐄𝐓 বরাবর-ই টেলিকমিউনিশন পার্ট থেকে ১/২টা প্রশ্ন দিয়ে থাকে, সবাই রনি পারভেজ ইইই জব সলুশন বই থেকে টেলিকম পার্টটা ভাল ভাবে শেষ করবেন৷ সেই সাথে অপটিমাম/রেজোনান্স গাইডের টেলিকমিউনিকেশনস পার্টটা দেখে যাওয়ার চেষ্টা করবেন৷

𝐍𝐨𝐧 𝐃𝐞𝐩𝐞𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐒𝐲𝐥𝐥𝐚𝐛𝐮𝐬:

𝟏.𝐅𝐨𝐫 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐊𝐧𝐨𝐰𝐥𝐞𝐝𝐠𝐞.

সাধারণ জ্ঞানের সিলেবাস আপনারা সবাই জানেন তারপরও কিছু বলতে হয়,প্রথমে “বিসিএস প্রশ্ন ব্যাংক” ভাল ভাবে শেষ করবেন৷ কেননা 𝐁𝐔𝐄𝐓 প্রতিবার-ই বিসিএস প্রশ্ন প্রশ্ন থেকে অনেক প্রশ্ন দেয়৷ আর একটা পরামর্শ হলো বুয়েট ভেনুর জন্য নন ডিপার্টঃ বইটা (এক্সেপশনাল প্রশ্ন ব্যাংক) অবশ্যই সংগ্রহ করবেন৷

বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু,বাংলাদেশের দর্শণীয় স্থান ও স্থাপত্য,সংবিধান ইত্যাদি বিষয়গুলো ভাল ভালে আয়ত্ত করবেন৷ সাম্প্রতিকের জন্য “রিসেন্ট এনালাইসিস” বইটা সংগ্রহ করার পরামর্শ থাকলো৷

𝟐.𝐁𝐚𝐧𝐠𝐥𝐚,𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡

বাংলা সাহিত্যের যুগ,সাহিত্য,সন্ধি,কারক,সমাস,উপভাষা,বাগধারা,বাক্য সংকোচন,বানান/বাক্য শুদ্ধি, ইংরেজীর 𝐏𝐫𝐞𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧,𝐌𝐞𝐚𝐧𝐢𝐧𝐠,𝐂𝐨𝐫𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧,𝐕𝐨𝐢𝐜𝐞 & 𝐍𝐚𝐫𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬,𝐀𝐫𝐭𝐢𝐜𝐥𝐞,𝐒𝐲𝐧𝐧𝐨𝐧𝐲𝐬+𝐀𝐧𝐭𝐨𝐧𝐲𝐦𝐬 সর্বোপরি 𝐁𝐂𝐒 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 𝐏𝐚𝐫𝐭 দেখে যাবেন৷

𝟑.𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞:

𝐁𝐔𝐄𝐓কর্তৃপক্ষ 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 থেকে সাম্প্রতিক প্রশ্ন দিয়ে থাকে,প্রথমে-ই 𝐀𝐭𝐢𝐤𝐮𝐥’𝐬 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐨𝐫 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 শীটটা ভাল ভাবে প্রাকটিস করবেন, 𝐃𝐄𝐒𝐂𝐎 সম্পর্কে তাদের ওয়েভসাইট থেকে প্রতিষ্ঠা ও কার্যক্রম,তাদের বর্তমান 𝐃𝐞𝐦𝐚𝐧𝐝, সিস্টেম লসএবং প্রতি মাসে 𝐁𝐏𝐃𝐁 এর কাছে কত 𝐏𝐨𝐰𝐞𝐫 ক্রয় করছে এই জাতীয় তথ্যগুলো দেখে যাবেন৷

রুপপুর,𝐁𝐏𝐃𝐁,𝐃𝐄𝐒𝐂𝐎,𝐃𝐏𝐃𝐂 সহ অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে জেনে যাবেন৷ এছাড়াও “𝐏𝐨𝐰𝐞𝐫 𝐂𝐞𝐥𝐥” 𝐰𝐞𝐛𝐬𝐢𝐭𝐞 থেকে 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 তথ্যগুলো দেখে যাবেন৷

𝟒.𝐅𝐨𝐫 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐌𝐚𝐭𝐡.

জেনারেল ম্যাথের জন্য 𝐒𝐚𝐢𝐟𝐮𝐫’𝐬 𝐌𝐚𝐭𝐡+𝐈𝐧𝐝𝐢𝐚 𝐁𝐢𝐱 টা ভাল ভাবে প্রাকটিস করবেন,গতবার ইংরেজী ভার্সনে জেনারেল ম্যাথ দিয়ে ছিল,সেই সাথে বিসিএস এর ম্যাথ+এসিওরেন্স ডাইজেস্টের ম্যাথগুলো প্রাকটিস করবেন৷ অবিশ্বাস্য হলেও সত্য বুয়েট ভেনুতে জেনারেল ম্যাথ ভাল না পারলে রিটেনে পাশ করার সম্ভাবনা খুব-ই কম !

সাজেশনটা 𝐁𝐔𝐄𝐓,𝐑𝐔𝐄𝐓,𝐌𝐈𝐒𝐓,𝐃𝐏𝐈,𝐃𝐔𝐄𝐓 ইত্যাদি ভেনুর জন্য গুরুত্বপূর্ণ, দীর্ঘ দিন লেখাপড়ার বাইরে আছি৷ নিজের মত করে একটা সাজেশন দিলাম,আশা করি অনিচ্ছাকৃত ভুল-ক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

𝐓𝐡𝐚𝐧𝐤𝐢𝐧𝐠 𝐛𝐲.

𝐍𝐖𝐏𝐆𝐂𝐋_𝐄𝐓_𝐀𝐧𝐢𝐬

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *