bdengineer.com Blog Bangladesh বাড়ছে বিদ্যুতের দাম !
Bangladesh News

বাড়ছে বিদ্যুতের দাম !

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা যেকোনো আসতে পারে। আর সেটা এ সপ্তাহেই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আজ রোববার (২ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করব। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে।

আবদুল জলিল বলেন, এটি ২-১ দিনের মধ্যেও হতে পারে। ২-১ দিনটা ৪-৫ দিনও হতে পারে। বিইআরসির আগামী ১৩ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয় গত ১৮ মে। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জন্য। পিডিবি গ্রাহক পর্যায়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে এ দামে বিদ্যুৎ সরবরাহ করে।

কারিগরি কমিটি তাদের সুপারিশে বলেছে, ভোক্তা পর্যায়ে দাম না বাড়ালে পাইকারি মূল্যহার কার্যকর করা সম্ভব হবে না। সংশ্লিষ্টরা বলছেন, এ দাম বৃদ্ধির প্রভাব গ্রাহকদের ওপরও পড়বে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

Page Link- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version