bdengineer.com Blog Gadget Tech অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে গুগল
Google Tech

অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে গুগল

gmail

gmail

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেকেই একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে বিভিন্ন কারণে সবগুলো অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করা আর হয়ে ওঠে না। বিষয়টি অজানা নয় গুগলের কাছেও। আর তাই দীর্ঘদিন অব্যবহৃত অ্যাকাউন্টগুলো মুছে ফেলার পরিকল্পনা করেছে গুগল। মুছে যাওয়া অ্যাকাউন্টগুলো পরবর্তী সময়ে আবেদন করেও চালু করা যাবে না।

গুগলের তথ্যমতে, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর পর্যন্ত ব্যবহার করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে। তবে অ্যাকাউন্টগুলো কাজে লাগিয়ে গুগলের অন্যান্য সুবিধা ব্যবহার করলে সেগুলো সক্রিয় অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, দুই বছর জিমেইলে মেইল আদান-প্রদান না করলেও সেই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব, গুগল ড্রাইভসহ গুগলের বিভিন্ন সুবিধা ব্যবহার করলে সেগুলো মুছে ফেলা হবে না।

ধারণা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে অব্যবহৃত অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করতে পারে গুগল। অব্যবহৃত অ্যাকাউন্টগুলো মুছে ফেলার পর সেগুলোর ইউজার নেম অন্যরা সহজেই ব্যবহার করতে পারবেন। এর ফলে নতুন অ্যাকাউন্ট খোলার সময় পছন্দমতো ইউজার নেম পাওয়া যাবে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version