

স্থাপত্যশিল্পে বিশেষ অবদানের জন্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের ফেলোশিপ পেলেন সাবেক বুয়েটিয়ান জনাব ইফতেখার আব্দুল্লাহ।
অস্ট্রেলিয়ায় এ সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি স্থপতি তিনি।
ইফতেখার আব্দুল্লাহ ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ থেকে স্নাতক পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে নগর নকশা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি স্থাপত্য প্রতিষ্ঠান ‘ইফতেখার অ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েটস’ আইডিয়াস আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা।
অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের (এআইএ) ফেলোশিপ হলো ব্যতিক্রমী স্থাপত্যকর্মের মাধ্যমে সমাজে অবদানের জন্য দেয়া দেশটির স্থপতিদের সর্বোচ্চ সদস্যপদ সম্মাননা। স্থপতি পেশার পাশাপাশি যারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং যারা স্থাপত্য খাতে শ্রেষ্ঠত্বের উদাহরণ দিয়েছেন, এমন স্থপতিদের এআইএ কলেজ অব ফেলোর সদস্যপদ দেয়া হয়।