আইফোনের স্যাটেলাইট বার্তা পাঠানোর সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের ভয়াবহ দাবানল থেকে রক্ষা পেয়েছে পাঁচ সদস্যের এক পরিবার। গত মঙ্গলবার হাওয়াইয়ের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। দাবানল এত দ্রুত ছড়াতে থাকে যে পরিবারটি রাস্তায় আটকে পড়ে।
প্রচণ্ড গরমে ও ধোঁয়ার কারণে পথ খুঁজে পাচ্ছিল না পরিবারটি। এমনকি ফোনের নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। এ সময় আইফোনের মাধ্যমে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে জরুরি এসওএস বার্তা পাঠায় পরিবারটি।
জরুরি বিপদবার্তায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অবস্থানের তথ্য যুক্ত থাকায় উদ্ধারকারীরা সহজে তাঁদের উদ্ধার করতে সক্ষম হন এবং সবাই প্রাণে বেঁচে যান।
এ বিষয়ে মাইকেল জে মিরাফ্লোর নামের এক ব্যক্তি খুদে ব্লগ লেখা ওয়েবসাইট এক্সে (টুইটার) লিখেছেন, ‘আমার ভাইয়ের বন্ধুর আত্মীয় পরিবারসহ মাউই দ্বীপে গাড়িতে আটকা পড়েছিলেন। তখন তাঁদের চারপাশে দাবানল ছড়িয়ে পড়ে। ফোনের নেটওয়ার্ক ছিল না, কারও সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। অ্যাপলের জরুরি এসওএস সুবিধাই ছিল একমাত্র ভরসা। এটিই আক্ষরিক অর্থে তাঁদের এ ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচিয়েছে।’
আইফোনের স্যাটেলাইটভিত্তিক এসওএস সুবিধা কাজে লাগিয়ে মোবাইল এবং ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠানো যায়। আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের আইফোনে বিনা মূল্যে এ সুবিধা ব্যবহার করা সম্ভব।
সূত্র: বিজিআর ডটকম
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh