আগামীকাল ৬ জুলাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজনে উচ্ছ্বসিত থাকে পুরো ক্যাম্পাস। কিন্তু ক্যাম্পাসে এবার ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেই কোনো বিশেষ আয়োজন ও সাজসজ্জা। শুধুমাত্র আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্ণিল আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতি বছর আবসিক হল থেকে শুরু করে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনগুলো নানা রং-বেরঙের বাতি দিয়ে সাজানো হয়। তবে এবার থাকছে না জমকালো সেই আয়োজন। সীমিত পরিসরে দিনটি উদযাপন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দিবসটি উপলক্ষে এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন সকাল ১০ টায় আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতি, ১০.০৫ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন, ১০.১০ মিনিটে উদ্ধোধন (বেলুন,ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ), সকাল সোয়া ১০টায় বৃক্ষরোপণ, সাড়ে ১০টায় শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টায় আলোচনা অনুষ্ঠান শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
.
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh