bdengineer.com Blog Tesla আগামী বছরই টেসলা চালকহীন গাড়ি আনছে
Tesla

আগামী বছরই টেসলা চালকহীন গাড়ি আনছে

আগামী বছরই টেসলা সম্পূর্ণ চালকবিহীন গাড়ি আনবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। এর আগেও অবশ্য তিনি এমন ঘোষণা দিয়েছেন। কিন্তু এখনো টেসলায় সম্পূর্ণ চালকবিহীন গাড়ি যুক্ত হয়নি। সম্প্রতি চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৩ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্মেলনে ইলন মাস্ক বলেছেন, ‘আমি মনে করি মানুষের তত্ত্বাবধান ছাড়া সম্পূর্ণ চালকবিহীন গাড়ি চালানোর সক্ষমতার খুবই কাছাকাছি রয়েছে টেসলা। এই বছরের শেষের দিকে লেভেল–৪ বা ৫ অর্জন করবে টেসলা।’

ইলন মাস্ক এ সময় চালকবিহীন গাড়ি চালানোর ক্ষেত্রে এসএই মানের বিষয়টি তুলে ধরেন। এসএইর নির্ধারিত আদর্শমান দিয়ে চালকহীন গাড়ির বিভিন্ন সক্ষমতা বোঝা যায়। লেভেল–৪ অর্জন করলে চালকের খুবই কম তত্ত্বাবধান ছাড়া গাড়ি চলতে পারে। আর লেভেল–৫ অর্জন করলে চালকের তত্ত্বাবধান ছাড়াই যেকোনো স্থানে ও পরিস্থিতিতে গাড়ি চলতে সক্ষম।

কিন্তু টেসলার গাড়ি এখনো চালকবিহীন সক্ষমতা নির্ণয়ে লেভেল–২–এ রয়েছে। লেভেল–২–এ কিছু ক্ষেত্রে চালক ছাড়া গাড়ি চালানো যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই চালককে নিয়ন্ত্রণের জন্য সতর্ক থাকতে হয়।

চালকবিহীন গাড়ি চালানোর সক্ষমতা নির্ণয়ে লেভেল–৪ ও ৫ উন্নতমানের। এ লেভেল অর্জন করলে গাড়িকে শুধু নেভিগেশন নির্দেশনা লিখে দিলেই গাড়ি নিজেই গন্তব্যে যেতে পারে। জার্মানিতে খুবই সীমিত আকারে মার্সিডিজ বেঞ্জ গাড়িতে লেভেল–৪ পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক গাড়িতে লেভেল–৫ উন্মুক্ত করা হয়নি।

এর আগে চালকবিহীন গাড়ি নিয়ে ইলন মাস্ক অনেক মন্তব্য করলেও সেগুলো আলোর মুখ দেখেনি। ২০১৬ সালে তিনি বলেছিলেন, সাড়ে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ চালকবিহীন গাড়ি আসবে। ২০১৯ সালে তিনি বলেছিলেন, উন্নত সংস্করণের একটি চালকবিহীন টেসলা গাড়ি খুব শিগগিরই নিয়ে আসা হবে।

সূত্র: ম্যাশেবল

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version