আজ ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন হতে যাচ্ছে দু’দিন ব্যাপী দেশের সর্বপ্রথম পরিপূর্ণ শিক্ষা মেলা। উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা ও সম্ভাবনা নিয়ে এই শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল ইডএক্সপো ২০২৪।
মেলায় দেশ-বিদেশের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকছে বিশেষ শিক্ষাবৃত্তির সুযোগ, সরাসরি আলাপ-আলোচনা, ভর্তির প্রাক-যোগ্যতা যাচাই এবং আর্থিক বিষয়ক সুযোগ-সুবিধা নিয়ে পরামর্শ প্রদান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য হয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপের সুযোগ নিয়ে সারা বিশ্বের সুপরিচিত একাডেমিক প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত ২৫টিরও বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার থাকবে, যা অংশগ্রহণকারীদের তাৎক্ষণিক একাডেমিক মূল্যায়ন এবং প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। আসন্ন এডুকেশন এক্সপোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত অগ্রগতি এবং সুযোগ সুবিধা প্রদানের জন্য ইনপেস প্রতিশ্রুতিবদ্ধ।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় এই মেলা সকাল ১০টার পরিবর্তে বিকাল ২টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।