bdengineer.com Blog Admission আজ রুয়েটের মূল ভর্তি পরীক্ষা শুরু
Admission RUET

আজ রুয়েটের মূল ভর্তি পরীক্ষা শুরু

RUET bdengineer.com

RUET bdengineer.com

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে মূল ভর্তি পরীক্ষা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা শেষ হবে সাড়ে ১২ টায়। তবে যারা স্থাপত্য বিভাগের তাদের পরীক্ষা আরও ৪৫ মিনিট বেশি হবে। 

এ জন্য গত রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করেন শিক্ষার্থীরা। গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়।

প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২ হাজার ৬৪২ জন স্থান পেয়েছেন। 

বিভাগভিত্তিক আসন সংখ্যা: পুরকৌশল (Civil Engineering) ১৮০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (URP) ৬০ স্থাপত্য (Architecture) ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) ৩০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) ৬০, যন্ত্রকৌশল (Mechanical Engineering) ১৮০, গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE) ৬০, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) ৬০, রাসায়নিক কৌশল (Chemical Engineering) ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ১৮০, তড়িৎ ও কম্পিউটার কৌশল (ECE) ৬০ এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) ৬০।

২০১৯-২০ শিক্ষাবর্ষের পর ফের এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করছে রুয়েট। এবার ১৪টি বিভাগে এক হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ ১ হাজার ২৩৫টি আসন বরাদ্দ আছে। প্রবেশপত্র, ফলাফল এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে (admission.ruet.ac.bd) ।

From- RUET News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version