bdengineer.com Blog RUET আন্দোলনের মুখে রুয়েট ভিসির পদত্যাগ
RUET

আন্দোলনের মুখে রুয়েট ভিসির পদত্যাগ

শিক্ষকদের আন্দোলনে মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন পদত্যাগ করেছেন। আজ রবিবার রাত সোয়া ৯টার দিকে ড. সাজ্জাদ নিজেই পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ড. সাজ্জাদ বলেন, শিক্ষকদের আন্দোলন ও দাবি মেনে আমি পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

প্রসঙ্গত, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সাজ্জাদ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি করা হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসিরর দায়িত্ব পালন করে আসছিলেন।

গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পদোন্নতি, ভিসির পদত্যাগ এবং নিয়মিত ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন।

চলতি দায়িত্বে থাকা ভিসির পদত্যাগ, নিয়মিত ভিসি নিয়োগ এবং পদোন্নতির দাবিতে রুয়েটের প্রায় ৮০ জন শিক্ষক উপাচার্যের কক্ষে অবস্থান নেন। আজ বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে শিক্ষকদের দাবি মেনে ভিসি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত বছরের জুলাই থেকে চলতি দায়িত্বের ভিসি দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন ভিসি নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত চলতি দায়িত্বের ভিসির পদত্যাগ এবং নিয়মিত ভিসি নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের দাবি তাদের। দাবি না মানা হলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version