bdengineer.com Blog Admission আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে রেকর্ড, বছরে বেড়েছে ২৩.৩%
Admission Study Abroad

আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে রেকর্ড, বছরে বেড়েছে ২৩.৩%

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভর্তিতে রেকর্ড গড়েছে বাংলাদেশছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভর্তিতে রেকর্ড গড়েছে বাংলাদেশছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রে যেকোনো সময়ের চেয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে বেশি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। আগের শিক্ষাবর্ষের তুলনায় এ সংখ্যা ২৩ দশমিক ৩ শতাংশ বেশি। এর ফলে শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের বছরে শিক্ষার্থী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম, এবার (২০২১-২২ শিক্ষাবর্ষে) ১৩তম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। এ তথ্য যুক্তরাষ্ট্রে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীবিষয়ক বার্ষিক প্রতিবেদন ‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ-২০২২’-এ প্রকাশিত হয়েছে।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা তিন গুণের বেশি বেড়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩১৪ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন। ২০২১-২২ শিক্ষাবর্ষে এসে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৯৭ দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৭৪-৭৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪৮০।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের সব সময় স্বাগত জানায়। বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যুগান্তকারী গবেষণা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসজীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রজুড়ে মেধার স্বাক্ষর রেখে চলেছে। আমরা এটা জেনে আনন্দিত যে সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে তাঁদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।’

From – News

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version