bdengineer.com Blog Gadget Tech আড়াই দিন পরও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ বার্তা
Tech

আড়াই দিন পরও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ বার্তা

আড়াই দিন পরও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ বার্তা

আড়াই দিন পরও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ বার্তা

বন্ধুদের কাছে পাঠানো বার্তা মুছে ফেলার সময় বৃদ্ধি করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে ‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধা কাজে লাগিয়ে ২ দিন ১২ ঘণ্টা পরও পাঠানো বার্তা মুছে ফেলা যাবে। এ কারণে মনের ভুলে পাঠানো বা বিব্রতকর কোনো বার্তা মুছে ফেলা সহজ হবে। এত দিন পাঠানোর ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড পর নির্দিষ্ট বার্তা মুছে ফেলার সুযোগ মিলত।

দীর্ঘদিন থেকেই পাঠানো বার্তা মুছে ফেলার সময় সময় বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। তাঁদের মতে, ব্যস্ততার কারণে অনেক সময়ই এক ঘণ্টার মধ্যে পাঠানো বার্তা মুছে ফেলা সম্ভব হয় না। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করেই মূলত বার্তা মুছে ফেলার সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ।

এ সুবিধা কাজে লাগিয়ে গ্রুপ চ্যাটের পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বার্তা মুছে ফেলা যাবে। বার্তা মুছে যাওয়ার পর নোটিফিকেশনও পাঠাবে হোয়াটসঅ্যাপ। পাঠানো বার্তা মুছে ফেলার জন্য প্রথমে বার্তা নির্দিষ্ট করে ট্যাপ করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর ডিলিট অপশন থেকে ‘ডিলিট ফর এভরিওয়ান’ নির্বাচন করতে হবে।


সূত্র: দ্য ভার্জ,

নাইনটুফাইভম্যাক

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

Page Link- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version