April 20, 2025
Chicago 12, Melborne City, USA
StartUp University

ইনোভেশন হ্যাকাথনে সাফল্য বিডিইউ’র শিক্ষার্থীদের

ইনোভেশন হ্যাকাথনে সাফল্য বিডিইউ’র শিক্ষার্থীদের

টেকসই প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের সৃজনশীলতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আয়োজিত হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর। আসরের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ‘তৃতীয় রানার আপ’ হবার গৌরব অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির(বিডিইউ) শিক্ষার্থীরা।

হ্যাকাথনে ডিজিটাল ইউনিভার্সিটির হয়ে প্রতিনিধিত্ব করেন শাহরিয়ার হাসান অপু, তৌসিফ মাহমুদ ইমন এবং মোহাম্মদ ফেরদৌস ইফরাত। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের আইওটি প্রোগ্রামের শিক্ষার্থী।

‘IoT based crop recommendation using machine learning for precision agriculture’ প্রোজেক্টটি উপস্থাপন এবং বাংলাদেশের কৃষিতে এ প্রোজেক্টের ভবিষ্যৎ ও ইতিবাচকতা তুলে ধরেন বিডিইউ’র এ টিম। বিডিইউ শিক্ষার্থীরা প্রোজেক্টের মাধ্যমে দেখিয়েছেন কোন জমিতে কোন ফসল ভালো ও লাভজনক ভাবে উৎপাদন সম্ভব।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *