একটা বর্তনী বা সার্কিটের সব ইলেকট্রনিক উপাদান বা পুরো সিস্টেম একটি একক সেমিকন্ডাক্টর ব্লকে এঁটে দেওয়ার ধারণা প্রথম দেন ব্রিটিশ তড়িৎ প্রকৌশলী জেওফ্রি উইলিয়াম আর্নল্ড (জি ডব্লিউ এ) ডামার। ১৯৫২ সালের ৫ মে ডামার এই ধারণা দেন।

কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের প্রথম ধারণা
একটা বর্তনী বা সার্কিটের সব ইলেকট্রনিক উপাদান বা পুরো সিস্টেম একটি একক সেমিকন্ডাক্টর ব্লকে এঁটে দেওয়ার ধারণা প্রথম দেন ব্রিটিশ তড়িৎ প্রকৌশলী জেওফ্রি উইলিয়াম আর্নল্ড (জি ডব্লিউ এ) ডামার। ১৯৫২ সালের ৫ মে ডামার এই ধারণা দেন। এটিই হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের (সমন্বিত বর্তনী) প্রথম ধারণা। ডামার এই আইসি, যা মাইক্রোচিপ হিসেবে বেশি পরিচিত, সেটির ধারণাকে জনপ্রিয় করেন।
ওদিকে ১৯৫৮ সালে টেক্সাস ইনস্ট্রুমেন্টে মার্কিন তড়িৎ প্রকৌশলী বিল কিলবি আইসি তৈরি করেন। তবে বিল কিলবির আগেই বেল ল্যাবস ও আরসিএতে বিশেষ বিশেষ কাজের উপযোগী বেশ কিছু আইসির উন্নয়ন কাজ করেছিলেন জি ডব্লিউ এ ডামার।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh