ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী শহিদ উদ্দিন মো. তারেক ও পরিকল্পনা উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এইচ এম আলী হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ইবি ঠিকাদার সমিতির ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ঠিকাদার রেজাউল করিম খাঁন, শারাফাত মামুন ও আশিকুর রহমান জাপান। এসময় প্রায় অর্ধশত স্থানীয় ঠিকাদার উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ঠিকাদার রেজাউল করিম খান বলেন, বর্তমান দুর্নীতিবাজ প্রধান প্রকৌশলী প্রশাসনকে ভুল বুঝিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে চলেছেন। স্থানীয় হিসেবে বিশ্ববিদ্যালয়ে আমাদের টাকা, ভর্তি কোটা, চাকরি ও ক্যাম্পাসে কাজ করার দাবি আছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বিষয়টা যদি আমলে না নেন তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
এবিষয়ে প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো. তারেক একটি নিউজ মিডিয়া কে জানান, বিশ্ববিদ্যালয়ের সব কাজ নীতিমালা অনুযায়ী টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দেয়া হয়। স্থানীয় ঠিকাদাররা আইনবহির্ভূতভাবে কাজ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়মের সুযোগ না দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনছে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh