bdengineer.com Blog CUET উচ্চশিক্ষা নিতে নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী
CUET

উচ্চশিক্ষা নিতে নরওয়ে যাচ্ছেন চুয়েটের ৮ শিক্ষার্থী

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৮ শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। চুয়েটের কেয়ার প্রকল্পের আওতায় পূর্ণ বৃত্তি নিয়ে ২ বছরের জন্য ৩ জন এবং ৫ মাসের জন্য ৫ শিক্ষার্থী আগামী চলতি বছরের আগস্টে নরওয়ে যাবেন। শিক্ষার্থীদের এ সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

নরওয়ের উদ্দেশ্যে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে পূর্ণ শিক্ষাবৃত্তি নিয়ে ২ বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য যাচ্ছেন ৩ জন। তারা হলেন- রাকিব বিন নাসির, প্রমিত পাল, আব্দুল্লাহ মোহাম্মদ জোবায়ের। ৫ মাসের মাস্টার্স থিসিস প্রোগ্রামের জন্য ৫ জন শিক্ষার্থী আগামী আগস্ট মাসে নরওয়ে যাবেন। এরা হলেন- আদিত্য চৌধুরী জয়, মো. ইয়াসির ভূঁইয়া, মো. আমিরুল মোমিনিন, আহমেদ আব্দুল্লাহ মুজাহিদ, শীতল রায়।

এসময় সভায় উপস্থিত ছিলেন চুয়েটের ‍উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

From- CUET News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version