বিপিএসসি লিখিত পরীক্ষার প্রস্তুতি” সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের “উপ-সহকারী প্রকৌশলী” পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখন সময় লিখিত পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করা। পূর্বের পরীক্ষাগুলো পর্যালোচনা করে দেখা যায়, প্রিলিমিনারির ফলাফল প্রকাশের ২-৩ মাসের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়; এর আগেও হতে পারে।
এজন্য এই সল্প সময়ে লিখিত পরীক্ষায় ভালো করতে হলে প্রয়োজন: একটি গোছানো প্রস্তুতি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক কিছু পরামর্শ শেয়ার করলাম। আশা করছি আপনাদের সহায়ক হবে।
সিলেবাস ও মানবণ্টনঃ ১. বাংলা- ৪০ ২. ইংরেজি- ৪০ ৩. সাধারণ জ্ঞান- ৪০ (বাংলাদেশ-১৫, আন্তর্জাতিক-১৫, বিজ্ঞান-১০) ৪. টেকনিক্যাল বিষয়- ৮০
আজকের আলোচ্য বিষয়: ইংরেজি। ইংরেজিতে সাধারণত ৩টি অংশে প্রশ্ন করা হয়-
১। Grammar অংশ ২। Passage থেকে WH Question ৩। Letter/Application ও Essay
Grammar অংশ- এই অংশে সাধারণত ১০ নম্বর বরাদ্দ থাকে। এরজন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে: Appropriate Preposition, Idioms & Phrases, Correction, Right form of verb, Transformation of Sentences, Change of Voice, Narration. সহায়ক বই: এগুলোর জন্য ’নন-ক্যাডার জব সল্যুশন’ থেকে বিগত সালের প্রশ্নের পাশাপাশি প্রতিটি টপিকের রুলসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এছাড়াও Competitive Exams থেকে রুলসগুলো ও বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে অনেকটা সহায়তা পাওয়া যাবে।
Passage থেকে WH question- এ অংশেও সাধারণত ১০ নম্বর বরাদ্দ থাকে। এই অংশে ভালো করতে হলে অবশ্যই Sentence Making-এ ভালো দখল থাকতে হবে। বিগত সালের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করলে Sentence Making-এ মোটামুটি ভালো ধারণা পাওয়া যায়।
Letter/Application ও Essay: এই অংশে সাধারণ ২০ নম্বর বরাদ্দ থাকে। এখানে ভালো করতে হলে অবশ্যই ফ্রি-হ্যান্ডে খুব ভালো হতে হবে। Letter/Application-এর জন্য ফরমেটগুলো মুখস্ত রাখতে হবে। Essay- তে সাধারণত Hints দেওয়া থাকে। Spelling এবং Tense ঠিক রেখে Hints অনুযায়ী লিখতে হবে।
মোঃ রাকিবুল ইসলাম উপ-সহকারী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)