bdengineer.com Blog Featured উপ সহকারী প্রকৌশলী পদের জন্য BWDB এর নিয়োগ বিজ্ঞপ্তি
Featured Govt. Jobs

উপ সহকারী প্রকৌশলী পদের জন্য BWDB এর নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

উপ-সহকারী প্রকৌশলী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
প্রতিষ্ঠানটি তাদের ১টি পদে ৪৩ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম
উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক।

পদসংখ্যা ৪৩

গেড- ১০

বেতন স্কেল
১৬০০০-৩৮৬৪০

যোগ্যতা
কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। তবে শিক্ষাজীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না।

অভিজ্ঞতা
এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

বয়স সীমা
১/১/২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা orms.bwdb.gov.bd/orms ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version