সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের (মেটা) হেড কোর্য়াটারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (মেশিন লার্নিং) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। তিনি ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান লিখেন, পুরো সিএসই, ডুয়েট পরিবার তোমার দুর্দান্ত সাফল্যে গর্বিত। তুমি একটি নতুন যুগের সূচনা করেছ এবং অবশ্যই জুনিয়ররা তোমার এই কৃতিত্বে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
এর আগে গত ১৮ ই এপ্রিল ফেইসবুক এ নিজের প্রোফাইল এ পোস্ট এ তিনি জানিয়েছেন যে
আমি এইমাত্র Facebook (Meta) থেকে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং (E4) হিসাবে একটি প্রস্তাব গ্রহণ করেছি৷.সর্বদা ভাবি যে শুধুমাত্র সুপার জিনিয়াস লোকেরাই ফেসবুক/গুগল ক্র্যাক করতে পারে। এখনও বিশ্বাস করতে পারছি না আমি সব 7 রাউন্ড ইন্টারভিউ পাস করেছি।আমি যে কত খুশি তা ভাষায় প্রকাশ করা যায় না!.মার্ক জুকারবার্গের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না
আপনার অনুপ্রেরণা এবং সহায়ক পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ওবাইদা। ধন্যবাদ কোডিং পার্টনার আশিকি এবং মক ইন্টারভিউ পার্টনার কামরুল। সবশেষে, আমার পরিবার, বন্ধুবান্ধব, অধ্যাপক, সহকর্মী এবং সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।.
আমি অন্য কোন দিন আমার MAANG যাত্রা সম্পর্কে লিখতে চেষ্টা করব এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পেরে খুশি হব।নতুন যাত্রার জন্য আমাদের প্রার্থনায় রাখুন..