মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে আগামীকাল (১৮ মার্চ)। এর আগে গত ৯ মার্চ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে সেনাবাহিনী নিয়ন্ত্রিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলে ৫ মার্চ পর্যন্ত। আবেদন ফি রাখা হয়েছে ‘এ’ ইউনিট ৮০০ টাকা এবং ‘বি’ ইউনিট ১ হাজার টাকা।
এ বছর আবেদনের যোগ্যতা রাখা হয়েছে ২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪। আর ২০২০ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
এ ইউনিটে গণিত ৪০, পদার্থ ৩০, রসায়ন ২০ এবং ইংরেজি ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর বি ইউনিটে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী ৯ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh