আজ ঐতিহাসিক ৩১মার্চ১৯৭৮ইং সনের এদিনে মার্শাল ল’ ব্রেক করে ডিপ্লোমা প্রকৌশলীরা ঢাকার রাজপথে নেমে অবর্ণনীয় নিপীড়ন জেলজুলুম ভোগ করে সরকারী গেজেট আদায় করেন।
.
গেজেটটির মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং পাশকৃতদের
(১)ডিপ্লোমা প্রকৌশলী নামকরণ করা…
(২)সরকারী/বেসরকারী সকল সেক্টরে অভিন্ন পদ উপ-সহকারী প্রকৌশলী পদবী প্রদান, চেয়ার টেবিল স্টাফ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা…
(৩) ডিগ্রী প্রকৌশলীদের পরবর্তী ধাপে পদায়ন ও বেতন নির্ধারণ করা…
(৪) ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং পাশকৃতদের জন্য উচ্চ শিক্ষার দ্বার উম্মোচন করে আলাদা করে ঢাকা ইঞ্জিনীয়ারিং কলেজ/বিআইটি ঢাকা/ডুয়েট প্রতিষ্ঠা করা….
(৫) ডিগ্রী প্রকৌশলীরা প্রথম শ্রেনীর কর্মকর্তা হলে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তার পদমর্যাদা প্রদানসহ বর্তমানে চলমান সকল সুযোগ-সুবিধার নিশ্চিত করা হয়।