bdengineer.com Blog Diploma Engineers ঐতিহাসিক ৩১মার্চ
Diploma Engineers

ঐতিহাসিক ৩১মার্চ

আজ ঐতিহাসিক ৩১মার্চ১৯৭৮ইং সনের এদিনে মার্শাল ল’ ব্রেক করে ডিপ্লোমা প্রকৌশলীরা ঢাকার রাজপথে নেমে অবর্ণনীয় নিপীড়ন জেলজুলুম ভোগ করে সরকারী গেজেট আদায় করেন।
.
গেজেটটির মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং পাশকৃতদের

(১)ডিপ্লোমা প্রকৌশলী নামকরণ করা…

(২)সরকারী/বেসরকারী সকল সেক্টরে অভিন্ন পদ উপ-সহকারী প্রকৌশলী পদবী প্রদান, চেয়ার টেবিল স্টাফ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা…

(৩) ডিগ্রী প্রকৌশলীদের পরবর্তী ধাপে পদায়ন ও বেতন নির্ধারণ করা…

(৪) ডিপ্লোমা ইঞ্জিনীয়ারিং পাশকৃতদের জন্য উচ্চ শিক্ষার দ্বার উম্মোচন করে আলাদা করে ঢাকা ইঞ্জিনীয়ারিং কলেজ/বিআইটি ঢাকা/ডুয়েট প্রতিষ্ঠা করা….

(৫) ডিগ্রী প্রকৌশলীরা প্রথম শ্রেনীর কর্মকর্তা হলে ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তার পদমর্যাদা প্রদানসহ বর্তমানে চলমান সকল সুযোগ-সুবিধার নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version