bdengineer.com Blog Education কারিগরি শিক্ষার জন্য পৃথক মন্ত্রণালয় হোক: এহছানুল হক মিলন
Education Polytechnic Technical Education

কারিগরি শিক্ষার জন্য পৃথক মন্ত্রণালয় হোক: এহছানুল হক মিলন

কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রাথমিক শিক্ষার মতো কারিগরির জন্য পৃথক একটা মন্ত্রণালয় করা হোক, গুরুত্ব দেয়া হোক, সবই এখন গুরুত্বহীন হয়ে আছে।

সম্প্রতি ‘শিক্ষাখাতে সংস্কার ও রাজনীতি বিষয়ে’ একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের এক টকশোতে তিনি এ তাগিদ দেন।
 
তিনি আক্ষেপ করে বলেন, যেহেতু শিক্ষা কমিশন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আসন করে দেবে না, তাই শিক্ষা খাতের সংস্কারও কোনো সরকার করে না। 

বিএনপির নেতৃত্বাধীন সাবেক জোট সরকারের এই মন্ত্রী বলেন, জাপানে শিক্ষার ৭১ শতাংশ জুড়ে আছে কারিগরি শিক্ষা। বাংলাদেশে ২১টি মন্ত্রণালয় কারিগরি শিক্ষার ওপর কাজ করে। কী জন্য এতোগুলো মন্ত্রণালয় কাজ করতে হবে? প্রয়োজনে ২১টি মন্ত্রণালয় থেকে একটাতে নিয়ে আসুক। প্রাইমারি এডুকেশনের মতো একটা মন্ত্রণালয় করা হোক। 

পরিবারের প্রত্যেক সদস্যকে শিক্ষা গ্রহণ করার জন্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ৭১ শতাংশ খরচ দিতে হয়। তাহলে সরকার কি করছে প্রশ্ন তুলে সাবেক মন্ত্রী মিলন বলেন, আমরা যারা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড ঠিক করার ডাক্তার হলেন আমাদের শিক্ষকরা, কিন্তু আমাদের শিক্ষকের বেতনই দিচ্ছি না। শিক্ষক সর্ম্পকে আমরা মোটেই আলোচনা করছি না। আমাদের মাধ্যমিক লেভেলের জন্য কোনো ডিজি নেই। অথচ সাড়ে তিন হাজার মাদরাসার জন্য আলাদা ডিজি আছে- এই যে একটা অবহেলা, এটা করলে চলবে না।  

From- News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version