bdengineer.com Blog BUET কিউএস র‍্যাঙ্কিংয়ে টানা ৬ বছর একই অবস্থানে বুয়েট
BUET Dhaka University

কিউএস র‍্যাঙ্কিংয়ে টানা ৬ বছর একই অবস্থানে বুয়েট

BUET

BUET

প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা ৭০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে চমক দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টানা ৬ষ্ঠ বার কিউএস র‍্যাঙ্কিংয়ে ৮০১ এর পরে অবস্থানে রয়েছে। যদিও র‍্যাঙ্কিংয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বিশ্ববিদ্যালয়টির। ২০২৩ সালে এই র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০তম অবস্থান ছিল বুয়েটের। এবার ২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে ৮০১-৮৫০ এর অবস্থান বুয়েটের।

এর আগে কিউএসের ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের অবস্থান ৮০১ থেকে ১০০০-এর মধ্যে ছিল। ২০১৮ সালে বাংলাদেশ থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৭০১-৭৫০তম। এবার র‍্যাঙ্কিংয়ে ৬৯১-৭০০তম অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

তাছাড়া এবার ১০০০-এর মধ্যে বেসরকারি নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় রয়েছে। গতবার এ দুটি বিশ্ববিদ্যালয় ১০০০-এর বাইরে ছিল। 

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস গতকাল মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে। ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৪: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ শীর্ষক এই র‍্যাঙ্কিংয়ে সেরা ৫০০-এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয় না। এ কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুনির্দিষ্টভাবে কত নম্বরে, তা উল্লেখ করেনি কিউএস।

এদিকে, এই র‍্যাঙ্কিংয়ে গতবার ৪টি বিশ্ববিদ্যালয় স্থান হলে এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মোট ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান হয়েছে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version