bdengineer.com Blog KUET কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার
KUET

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা কুয়েটে আগামী ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২ মে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

সভায় জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮ তম (জরুরি) সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কতৃক গ্রহণ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ (সাঁইত্রিশ) শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

From KUET NEWS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version