এখন চারদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জয়জয়কার। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে চিঠি লেখা, কনটেন্ট নির্মাণের পাশাপাশি কৃত্রিম ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করছেন অনেকে। কৃত্রিমভাবে তৈরি এসব ছবি কাজে লাগিয়ে প্রতারণার ঘটনাও ঘটছে। নিরাপদ থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্তের পদ্ধতি জেনে নেওয়া যাক—
ছবিতে থাকা মানুষ পর্যবেক্ষণ
কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ছবি নিখুঁতভাবে তৈরি করতে পারে না। আর তাই কোনো ছবির বিষয়ে সন্দেহ হলে সেখানে থাকা মানুষের নাক, কান, পা ও হাতের গড়ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। মুখের সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্যতা, অস্বাভাবিক আকৃতি বা অদ্ভুত অবস্থান, চোখের চারপাশ ও কানের ওপরের অংশে ত্রুটি থাকলে বুঝতে হবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার দিয়ে তৈরি করা হয়েছে।
ছবির দৃশ্য পর্যবেক্ষণ
মানুষের পাশাপাশি ছবিতে থাকা দৃশ্য পর্যবেক্ষণ করেও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শনাক্ত করা সম্ভব। এ জন্য ছবিতে থাকা গাছ, ফুল, প্রাণীর আকার ও রং ঠিক আছে কি না, তা ভালোভাবে দেখতে হবে।
ছবির আলো ও ছায়া পরীক্ষা
ছবিতে থাকা মানুষ ও দৃশ্য যাচাই করার পর ছবিতে থাকা আলো ও ছায়া পরীক্ষা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আলো ও ছায়ার সামঞ্জস্য আনতে পারে না। ছায়া সাধারণত আলোর উৎসের সঙ্গে সারিবদ্ধ হয়ে থাকে এবং বস্তুর আকারের সঙ্গে ছায়ার সাদৃশ্য থাকে। একইভাবে ছবির পেছনের দৃশ্যও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, কাল্পনিক দৃশ্য থাকলেই বুঝতে হবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
স্মার্ট টুল ব্যবহার
স্মার্ট টুল ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি দ্রুত চিহ্নিত করা যায়। এ জন্য গুগল ইমেজেস বা টিনআইডটকমের মতো ওয়েবসাইটের সাহায্য নেওয়া যেতে পারে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh