চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ১৩ মিনিটের মৌন সমাবেশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী। এসময় সাংবাদিকরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বারোটা তেতাল্লিশ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ মৌন সমাবেশ করে তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রেস রিলিজে তাদের সম্মিলিত দাবি ফুটিয়ে তোলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দে হাইকোর্ট ২০১৮ সালের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটা বাতিলের পরিপত্রটি অবৈধ ঘোষণা করে রায় দেন। এর ফলে সারাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ সরকারি কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার উদ্রেক ঘটে। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান
From- Buet News