ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পর এবার লেখা দেখে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করেছে গুগল। ‘ইমাজেন ভিডিও’ নামের এ টুল নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গবেষণাগার ‘গুগল ব্রেন’–এ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের দাবি, বিষয় লিখে দিলেই সে অনুযায়ী সর্বোচ্চ ৫.৩ সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করতে পারে ‘ইমাজেন ভিডিও’। ১২৮০ বাই ৭৬৮ পিক্সেল রেজল্যুশনের পাশাপাশি সেকেন্ডে ২৪ ফ্রেম তৈরি করায় এ ভিডিওর মানও হয় বেশ ভালো। লেখা দেখে ভিডিও তৈরির জন্য এরই মধ্যে ১ কোটি ৪০ লাখ ভিডিও এবং ৬০ লাখ ছবির বিশাল তথ্যভান্ডার গড়ে তোলা হয়েছে। ফলে ভিডিও তৈরির বিষয় লিখে দিলেই তথ্যভান্ডারের সাহায্যে সে অনুযায়ী ভিডিও তৈরি করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি।
ইমাজেন ভিডিও তৈরির সঙ্গে যুক্ত গবেষকেরা জানিয়েছেন, ইমাজেন ভিডিও শুধু লেখার বিষয়বস্তু অনুযায়ী ভিডিও তৈরি করে তা নয়, বরং তথ্য পর্যালোচনা করে ভিডিওতে অ্যানিমেশন বা ত্রিমাত্রিক প্রযুক্তিও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করতে পারে।
উল্লেখ্য, গত সপ্তাহে ‘মেক আ ভিডিও’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর টেক্সট টু ভিডিও জেনারেটর তৈরির কথা জানিয়েছিল মেটা। মেটার এ প্রযুক্তি কাজে লাগিয়ে ৫ সেকেন্ডের শব্দহীন ভিডিও ক্লিপ তৈরি করা যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh