অ্যাপ ব্যবহার করলে কোন কোন তথ্য সংগ্রহ করা হবে, তা ব্যবহারকারীদের জানার সুযোগ দিতে গত বছর গুগল প্লে স্টোরে তথ্য নিরাপত্তা লেবেল সুবিধা চালু করে গুগল। এ নিরাপত্তাব্যবস্থা চালুর ফলে গুগল প্লে স্টোরে অ্যাপ জমা দেওয়ার সময়ই এসব তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হয় অ্যাপ নির্মাতাদের। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের কোনো তথ্য তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা থাকলে সেগুলোও জানাতে হয়। ফলে অ্যাপ নামানোর আগেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে সতর্ক হতে পারেন ব্যবহারকারীরা। তবে গুগল প্লে স্টোরে থাকা প্রায় ৮০ শতাংশ অ্যাপের তথ্য সুরক্ষার তথ্যই মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ফায়ারফক্স ব্রাউজারের নির্মাতা প্রতিষ্ঠান মজিলা।
গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন অ্যাপের তথ্য সুরক্ষার কার্যকারিতা খতিয়ে দেখতে সম্প্রতি গবেষণা চালিয়েছে মজিলা। গবেষণায় দেখা গেছে, গুগল প্লে স্টোরে থাকা বেশির ভাগ অ্যাপেরই গোপনীয়তা নীতিমালা এবং তথ্য নিরাপত্তাবিষয়ক তথ্যের মধ্যে অসংগতি রয়েছে। প্রায় ৮০ শতাংশ অ্যাপেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন নির্মাতারা। ফলে অ্যাপ নামানোর সময় নিজেদের কোন কোন তথ্য সংগ্রহ করা হবে বা তৃতীয় পক্ষের কোন প্রতিষ্ঠানকে দেওয়া হবে, তা সঠিকভাবে জানা সম্ভব হয় না।
গুগল প্লে স্টোরে থাকা জনপ্রিয় ৪০টি অ্যাপের তথ্য নিরাপত্তা লেবেল পর্যালোচনা করে মজিলা জানিয়েছে, ফেসবুক, টুইটারসহ ১৬টি অ্যাপের দেওয়া তথ্য খুবই নিম্নমানের। ইউটিউব, গুগল ম্যাপস, জিমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামসহ ১৫টি অ্যাপের তথ্য মধ্যম মানের। ক্যান্ডি ক্র্যাশ সাগা, গুগল প্লে গেমস, সাবওয়ে সারফার্সসহ ৬টি অ্যাপের সব তথ্য সঠিক পাওয়া গেছে। আর তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ নামানোর আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মজিলা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh