চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার আবেদনের সুযোগ থাকছে না
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির সভা শেষ হয়েছে। বুধবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভা শেষ হয়। সভায় চলতি বিশ্ববিদ্যালয়টির চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সভায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত রয়েছেন।
সভা সূত্রে জানা গেছে, কোর কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখা হবে কিনা এ বিষয়ে অলোচনা হয়েছে। সেকেন্ড টাইম সুযোগ রাখার পক্ষে চবি উপাচার্য কোর কমিটির সদস্যদের অনুরোধ করেন। তবে কোর কমিটির অন্য সদস্যরা ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh