bdengineer.com Blog Career চাকরির ক্ষেত্রে যে কারণ সমুহের জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন
Career Private Sector Jobs

চাকরির ক্ষেত্রে যে কারণ সমুহের জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন

যে কারণ সমুহের জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন:-

  • জব সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব!
  • ভ্রান্তি ধারণা,টাকা ছাড়া জব নাই!
  • টপ লেভেলের রেফারেন্স ছাড়া চেষ্টা বৃথা!
  • জীবনে যারা বেশি ভিতু,ব্যর্থ তাদের কাছে সহযোগিতা চাওয়া!
  • বয়স শেষ,এখন আবার নতুন করে শুরু করলে লোকে কি ভাববে বা বলবে!
  • অমুক দু-বছর ধরে চেষ্টা করেও পায় নি,আমারও হবে না!
  • আগামীকাল থেকেই শুরু করব,এই চেতনায় দিন পার!
  • ব্যর্থতাকে অতিমাত্রায় ভয় পাওয়া!
  • জবের ময়দানে শরীর ভাসিয়ে চলা!
  • প্রিপারেশন লেভেল টপ এজে না নিয়েই হায় হায় করা!

করনীয় কতিপয় বিষয় সমুহ:-

  • সহযোগিতা তার কাছে চাইবেন যিনি আপনার লক্ষ্যের ন্যায় তার লক্ষ্যে সফল!
  • সকল ধরনের ব্যর্থতা গোপন করতে শিখুন,মর্যাদা বাড়বে!
  • জব প্রধান লক্ষ্য,তবে বড় কথা হল প্রতিটা পরিক্ষায় অংশ গ্রহণ করা!
  • আপনার প্রিপারেশন কেমন? সেটা অপরকে জানানোর প্রয়োজন নাই,নিজে থেকেই উপলব্ধি করুন!
  • আচার-আচারণ ও মানসিকতা সহজ সরল কিছু প্রাপ্তির আশায় রাখুন,রাগ কমান,জেদ বাড়ান!
  • চোখ বন্ধ করে দেখুন আপনাকে নিয়ে আপনি ছাড়া কেউ ভাবে না,তাই নিজের মত করে সিদ্ধান্ত নিন!
  • লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করুন,খালি হাতে কেউ ফিরে নাই,আপনিও ফিরবেন না ইনশাল্লাহ!
  • আজকের সময় বয়ে গেলে আর ফিরে পাবেন না,তাই আজ,এখন,এই মুহুর্তেই শুরু করুন!
  • আপনাকে D class হতে হবে,D mean Different type!
  • মনে রাখবেন একটি মাত্র সাফল্যই হাজার হাজার ব্যর্থতার সৃষ্টি করে!

From – Md Tarun
Sub Assistant Engineer
Payra Port Authority, Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version