December 22, 2024
Chicago 12, Melborne City, USA
CUET

চুয়েটের উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ স্যার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয়।
এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদকে প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) পদে নিচের শর্তে নিয়োগ করা হলো।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *