চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘কনক্রিট অলিম্পিয়াড ২০২৩’।পুরকৌশলীদের সংগঠন আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে এই অলিম্পিয়াডের আয়োজন করা হচ্ছে। আজ ১৫ এপ্রিল দুপুর তিনটায় অনলাইনে কুইজ পদ্ধতিতে এর কার্যক্রম শুরু হবে।
আয়োজকরা জানান, অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রণকারী সকলকে ১ ঘণ্টা সময়ে ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ইতোমধ্যেই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ও অলিম্পিয়াড সিলেবাস সংগঠনটির ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। যেকোনো শিক্ষার্থী অলিম্পিয়াডের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণের মাধ্যমে অংশ নিতে পারবে। কনক্রিট সম্পর্কিত জ্ঞানের পরিধি বিবেচনা করে অলিম্পিয়াডটিতে ৫টি ক্যাটাগরি রাখা হয়েছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষ অনুসারে নির্দিষ্ট ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি ক্যাটাগরিতে আলাদাভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
আয়োজকরা আরও জানান, কনক্রিট নিয়ে নবীন শিক্ষার্থীদের মাঝে আগ্রহ তৈরি করার জন্য বিগিনার ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনজনকে এবং বাকি ৪টি ক্যাটাগরিতে একজন করে মোট মোট ৬ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হবে। এতে নগদ ৬ হাজারের বেশি টাকা পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়েছে। সর্বনিন্ম সময় যারা সর্বোচ্চ বেশি সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।ঈদ উল ফিতরের দিনে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীদের সনদপত্র ও প্রাইজমানি দিয়ে সম্মানিত করার পাশাপাশি ‘কনক্রিট স্টার’ হিসেবে উপস্থাপন করা হবে।
আয়োজকরা বলছেন, বর্তমান সময়ের বহুল ব্যবহৃত উপাদানসমূহের মধ্যে ‘কনক্রিট’ অন্যতম । কনক্রিটের বিস্তারিত সম্বন্ধে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে ও জানার জন্য আগ্রহী করে তুলতে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।এতে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষার্থীরা কনক্রিট সম্পর্কিত জ্ঞান ও দক্ষতার প্রমাণ রাখতে পারবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh