ক্যাম্পাসে সম্পূর্ণভাবে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিন্ডিকেটের ১৩৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত- ১৩৬/১ (ঘ) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে বলে এতে বলা হয়েছে।
এর আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত মাসের মাঝামাঝি সময়ে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগসহ সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধের দাবি উঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদের পাশাপাশি ১৬ জুলাই রাতে চুয়েটে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর পরদিন ১৭ জুলাই ছাত্র রাজনীতি বন্ধ চেয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরে আবেদনপত্র জমা দেয় শিক্ষার্থীরা।
From- CUET News