চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি রফিকুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সদ্য সাবেক এই উপচার্যকে মূলপদে (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) যোগদানের অনুমতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (১৪ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। মোহাম্মদ রফিকুল আলম ২০২০ সালের ২৬ আগস্ট দ্বিতীয় মেয়াদে চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান। এ মাসের ২৫ আগস্ট তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
From- CUET News