চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থী বাসে মাদকদ্রব্য বহন এবং মাদক বিরোধী অভিযান পরিচালনায় বাঁধা প্রদানের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন ও ছাত্রকল্যান দপ্তরের সদস্য সচিব সাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিস্কৃত দুই শিক্ষার্থী হলেন পুর কৌশল বিভাগের শাহরিয়ার নিলয় এবং যন্ত্র কৌশল বিভাগের সৌমিক জয়। এদের মধ্যে শাহরিয়ার নিলয়কে এক বছর এবং সৌমিক জয়কে ছয়মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
শাহরিয়ার নিলয়ের বহিষ্কার আদেশে বলা হয়েছে, তিনি ১৯ জানুয়ারি শিক্ষার্থী বাস তিস্তা’য় প্রশাসন কতৃক পরিচালিত মাদক বিরোধী অভযানে বাঁধা প্রদানসহ শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এছাড়া গত ৫ জানুযয়ারি মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়েও একই ধরনের কর্মকান্ড করেছেন। তার এ ধরনের কর্মকান্ড মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ অনুযয়ী অপরাধ হওয়ায় তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
অপরদিকে, সৌমিক জয়ের বহিষ্কার আদেশে বলা হয়েছে, ১৯ জানুয়ারি শিক্ষার্থী বাস তিস্তা’য় প্রশাসন কতৃক পরিচালিত মাদক বিরোধী অভযানে তার ব্যাগে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে যা মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা চুয়েট-২০১৬ অনুযয়ী অপরাধ হওয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
উভয় বহিষ্কার আদেশেই শিক্ষার্থীদেরকে কেনো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেনা এ বিষয়ে আগামী ০৫ ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে অথবা ০৬ ফেব্রুয়ারি বিকেল ৩ টার মধ্যে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সামনে স্বশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।
From- CUET News
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh