জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিউটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষার্থী উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ।
রোববার (৩১ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এছাড়া বিকেল সোয়া ৪টায় পঞ্চম শিফটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়।
জানা গেছে, রবিবার (৩১ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এদিনও ৫ শিফটে পরীক্ষা হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৬ শিফটে। এর মধ্যে মঙ্গলবার (২ আগস্ট) ৫ শিফট এবং ৩ আগস্ট এক শিফটে পরীক্ষা হবে।
৩ আগস্ট ৫ শিফটে ডি ইউনিটের এবং ৪ আগস্ট ৩ শিফটে একই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ই ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh