জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচিতে অন্যান্য শ্রেণিপেশার মানুষের উপস্থিতিও চোখে পড়ে। পরে বেলা সাড়ে ১২ টায় নীলক্ষেত থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দিকে গিয়েছেন বিক্ষোভকারীরা।
কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়েছে। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে-
১. ৪৮ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের বর্ধিত দাম কমাতে হবে।
২. গণপরিবহনে এক পয়সাও ভাড়া বাড়ানো যাবে না।
৩. গণপরিবহনে ভাড়ার নামে নৈরাজ্য বন্ধের পাশাপাশি সব শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে দেশে ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে সরকার। এর একদিন পরই গণপরিবহনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আসে। কিন্তু বর্ধিত ভাড়া বহন করা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। এছাড়া তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। এ অবস্থায় নিম্নআয়ের মানুষেরা চোখে অন্ধকার দেখছে। প্রতিদিন ব্যয় বাড়লেও মানুষের আয় বাড়ছে না। এ সংকট নিরসনের দাবি নিয়েই তারা রাস্তায় নেমেছেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh