bdengineer.com Blog BUET টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ ৩ থেকে ছিটকে গেল বুয়েট
BUET

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ ৩ থেকে ছিটকে গেল বুয়েট

বুয়েটে

বুয়েটে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডকেশন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি। তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। গত বছর টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২২ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৩য় অবস্থানে ছিল। এবছর এক ধাপ পিছিয়েছে তারা।

বুধবার (১২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডকেশন। বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান (টিচিং), গবেষণা (রিসার্চ), গবেষণা-উদ্ধৃতি (সাইটেশন), আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি (ইন্টারন্যাশনাল আউটলুক) এবং ইন্ডাস্ট্রি ইনকামের (শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়) ওপর ভিত্তি করে এ তালিকা করা হয়।

টাইম হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ঢাবি রয়েছে ৬০১ থেকে ৮০০–এর মধ্যে। তালিকায় নর্থসাউথের অবস্থানও ৬০১ থেকে ৮০০ এর মধ্যে। তৃতীয় অবস্থানে থাকা বাকৃবি রয়েছে ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে।

বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এগুলোর মধ্য আছে টাইমস হায়ার এডুকেশন, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) অন্যতম। আরও কিছু প্রতিষ্ঠান ও সংস্থা বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

Page Link- Engineers Job in Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version