টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট চিফ প্রকৌশলী শাহ আব্দুল মঈন (২৭) নিহত হয়েছেন। শনিবার (০৬ আগস্ট) সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধ পূর্ব সেতুর ইব্রাহীমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মঈনের বাড়ি নরসিংদী জেলায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই প্রকৌশলী সকালে মোটরসাইকেল যোগে অফিসের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের ইব্রাহীমাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মঈনকে মৃত ঘোষণা করেন।
শফিকুল ইসলাম আরও জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh