টুইটারে নিয়মিত টুইট (টুইটারে দেওয়া বার্তা) পোস্ট করেন অনেকেই। আর তাই টুইটের ভিউসংখ্যা জানাতে গত মাসে ভিউ কাউন্ট আইকন চালু করে টুইটার। কিন্তু এ সুবিধা চালুর পর থেকেই ব্যবহারকারীদের কাছ থেকে বিরূপ মন্তব্য শুনতে হচ্ছে খুদে ব্লগ লেখার সাইটটিকে। বিষয়টি স্বীকার না করলেও হঠাৎ করেই ভিউ কাউন্ট আইকনের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
নতুন এ উদ্যোগের আওতায় টুইটের নিচের বাঁ পাশে থাকা ভিউ কাউন্ট আইকন দেখা যাবে ডান পাশে থাকা লাইক এবং শেয়ার অপশনের মাঝখানে। শিগগিরই আইকনটি নতুন স্থানে দেখা যাবে। এ বিষয়ে টুইটার জানিয়েছে, অনেক ব্যবহারকারীই বাঁ পাশে ভিউ কাউন্ট আইকন যুক্ত করার বিষয়টি পছন্দ করছিলেন না। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করেই টুইটের ডান পাশের নিচে ভিউ কাউন্ট আইকন সরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, ভিউ কাউন্ট আইকনের মাধ্যমে পোস্ট করা টুইট কতজন দেখেছেন, তা সহজেই জানা যায়। ফলে টুইট সম্পর্কে অন্য ব্যবহারকারীদের আগ্রহ সম্পর্কেও ধারণা পাওয়া যায়। বিভিন্ন সামাজিক মাধ্যমে এ সুবিধা থাকলেও ভিউয়ের সংখ্যা কম দেখানোর কারণে ভিউ কাউন্ট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh