বিটিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
১। পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ৩৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং সহ বাণিজ্য বিভাগে ৪ বছরের স্নাতক ডিগ্রি। সিজিপিএ ২.০ (৪ স্কেল) ন্যূনতম। মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায় সিজিপিএ ৩.০ (৫ স্কেল)।
বেতন: গ্রেড-৯ (১৬,৫২০ – ৪১,৭৪৫ টাকা) এবং অন্যান্য সুবিধা।
২। পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ৯৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেতার/বৈদ্যুতিক/যান্ত্রিক বিষয়ে প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: গ্রেড-১০ (১৪,৫৬০ – ৩৬,৭৯২ টাকা) এবং অন্যান্য সুবিধা।
আবেদন ফি: পরীক্ষা ফি বাবদ ১ নং ক্রমিকের প্রার্থীগণকে অফেরতযোগ্য ১৬৮/= (একশত আটষট্টি) টাকা এবং ২ নং ক্রমিকের প্রার্থীগণকে অফেরতযোগ্য ১১২/= (একশত বারো) টাকা প্রদান করতে হবে। উভয় পদের অনগ্রসর নাগরিকদের অফেরতযোগ্য ৫৬/=(ছাপান্ন) টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল, ২০২৫
সূত্র: ইত্তেফাক,
Join our community linkedin bdengineer.com