April 7, 2025
Chicago 12, Melborne City, USA
Admission Diploma Engineers Polytechnic Technical Education University

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং সুযোগ সুবিধা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ৮০% শিক্ষার্থী উচ্চ শিক্ষা সম্পর্কে তেমন ধারণা নেই, আমরা যতটুকু জানি উচ্চ শিক্ষার জন্য ডুয়েট ছাড়া আর কোনো সুযোগ নেই, আর কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিছু সিট দিলেও ডিপ্লোমারা পরিক্ষাই দেয় না। কিন্তু আমাদের জন্য উচ্চ শিক্ষার অনেক সুযোগ রয়েছে।। বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ এর সাথে বিশ্বের উপ‌রের সারির বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে আমাদের। কিন্তু এই বিষয় গুলো আমা‌দের অ‌নে‌কের অজানা।


.
ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং শেষ করার পর অথবা ৭ম সেমিস্টার শেষ করেই আমরা উচ্চ শিক্ষার জন্য নিজেকে প্রস্তুুত করতে পারি, বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল ও বৃত্তি বিভাগ থেকে প্রতি বছর বিভিন্ন দেশের সরকারি স্কলারশিপ এর সার্কুলার দিয়ে থাকে তার মধ্যে উন্নতম কয়েকটি স্কলারশিপ নিয়ে আজ কথা বলবো, যেখানে সরাসরি ডিপ্লোমা উল্লেখ করা থাকে।
.


১. রোমানিয়া সরকারি স্কলারশিপ।
২. ভারত সরকারি স্কলারশিপ ( ICCR)
৩. চায়না সরকারি স্কলারশিপ (CSC)
৪. তুর্কি সরকারি স্কলারশিপ
৫. জাপান সরকারি স্কলারশিপ (MEXT)
৬. আজারবাইজান সরকারি স্কলারশিপ
৭. হাঙ্গেরি সরকারি স্কলারশিপ
৮. মালোশিয়া সরকারি স্কলারশিপ
৯.সৌদি আরব সরকারি স্কলারশিপ
১০. মিশর সরকারি স্কলারশিপ
১১. রাশিয়ান সরকারি স্কলারশিপ
১২. ব্রুনাই সরকারি স্কলারশিপ
এছাড়াও আরো অনেক আছে, বিভিন্ন দেশের ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো তো আছেই, কিন্তু এই কয়েকটিতে ডিপ্লোমা সরাসরি উল্লেখ থাকে,
সুযোগ এবং সুবিধা-
১/ টিউশন ফ্রি
২/ ফুড ও হোস্টেল ফিস ফ্রি
৩/ মান্থলি স্টাইপেন্ড
৪/ মেডিকেল ইন্সুরেন্স
৫/ এয়ার টিকিট
৬/ অন্যান্য
.
বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে এতো সুযোগ দিবে না। মাসিক বৃত্তি দেশ ভেদে – ১৫ হাজার থেকে শুরু করে ৩২ হাজারের মতো।
এবার আসি আবেদন কি ভাবে করবেন????
আবেদন সিস্টেম একদম অনলাইন,
শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বৃত্তি গুলোর নোটিশ হয়ে থাকে। প্রতি বছর সেপ্টেম্বর /অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারী/মার্চ এই সময়ে মোটামুটি সব গুলো সরকারি স্কলারশিপ এর আবেদন হয়ে থাকে।।
একটি বিষয় বলে রাখা ভালো এই স্কলারশিপ এর আবেদন এ কোনো টাকা লাগে না,
.


কিভাবে এপ্লিকেশন করবোঃ
এপ্লিকেশন দুইভাবে করতে হবে, প্রথমে অনলাইনে দুটি ফরম পূরন করতে হবে এরপরে বাংলাদেশ সচিবালয়ে এপ্লিকেশন ফরম দুটি সহ সব পেপারস জমা দিয়ে আসতে হবে( নির্দিষ্ট সময়ের মধ্যে)) । যদি আপনার পেপারস সিলেকশন হয়ে থাকে এবং ইউনিভার্সিটির পছন্দ হয় তাহলে আপনাকে একটা ভাইভার মাধ্যমে বাছাই করবে,
.
এবার আসি,
এপ্লিকেশন করতে যা যা লাগবেঃ
১/ পাসপোর্ট
২/ লাস্ট এডুকেশন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (নোটারী বাধ্যতামূলক (photocopy), মিনিস্ট্রি থাকলে আরো ভালো)
৩/ রেকোমেন্ডেশন লেটার (মিনিমাম ২ টা)
৪/ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট (যদি থাকে)
৫/ মেডিকেল সার্টিফিকেট (চায়নিজ ফরমেট, ফরমেট পেতে ইমেইল কমেন্টস বক্সে দিন, আমাদের অফিসিয়াল মেইল থেকে পাঠানো হবে)
৬/ পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)
৭/ ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন
৮/ মোটিভেশন লেটার
৯/ এক্সট্রা পেপারস
.
এই প্রয়োজনী কাগজ গুলো রেডি করতে থাকেন এবং নিজেকে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুুত কর‌তে পা‌রেন।
©

Share করে সবাইকে জানিয়ে দিন

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *