bdengineer.com Blog Diploma Engineers ডিপ্লোমা পড়ে কি সরকারি চাকুরি হয় না ?
Diploma Engineers Polytechnic

ডিপ্লোমা পড়ে কি সরকারি চাকুরি হয় না ?

আজ প্রথম শুনলাম যে ডিপ্লোমা পড়ে সরকারি চাকুরি হয় না।
তাই একটু লিখতে বসলাম সে উদ্দেশ্যে।
পলিটেকনিকে পড়লে সমস্যা কি?
আমি পলিটেকনিকে পড়ি,,,,,
তো আপনার কি সমস্যা…….?
কি মনে করছেন খারাপ ছাত্র,,, তাই না? সরকারি চাকুরি হবে না?
পড়াশুনা টা সম্পর্ন নিজের কাছে বুঝলেন?????
সেটা ভাবলে ভূল ভাববেন।

1.
তাইলে হয়তো জিজ্ঞাসা করবেন কেন আসলাম ডিপ্লোমায়,,,,,,,,?
আরে আমি জানিতো অজ্ঞ লোকেরাই জিজ্ঞাসা করবে এসব।।।।।।।।
আগে আপনাকেই জিজ্ঞাসা করি ডিপ্লোমায় আসলে সমস্যাটা কি,,,,?
দু’বছর বেশি পড়ে এইচ এস সি এর মান।।।।।।।।।
ও এটাতেই আপনার এত্ত চুলকানি।।।।।।
আপনারে একটা কথা জিজ্ঞাসা করি।।।।।।।
বেকারত্বের খাতায় কারা বেশি নাম লেখায়,,,,,,?
জানলে হয়তো দুই বছর বেশি লাগার কথা জিজ্ঞাসা করতেন না……….?

2.
আমিও নিজের ইচ্ছায় পলিটেকনিকে আসি নাই।।।।।।
যখন কোনো ভালো ছাত্র বড় ভাই/বোন ভালো কোনো ভার্সিটিতে চান্জ না পেয়ে হতাশায় জিবন কাটায়।।।। ভর্তি হয় অনার্স অথবা ডিগ্রীতে।।।। তাদের কথা একবার ভাবেন।।। আপনি তো ভাই সব সময় সোনার হরিন নাও পেতে পারেন।।।।। রাজশাহী ভার্সিটি থেকে ইংরেজি বিষয় নিয়ে বের হওয়া কোনো এক কোনো এক ভাই/আপুই আমাকে বলছিল এখানে আসতে।। higher graduation করতে চান চলে যান ডুয়েট এডমিশনে।।। বুঝতে পারবে ভর্তি যুদ্ধ কাকে বলে।।।। নির্ভেজাল যার নিরপত্যার কথা শুনলে আপনারি মাথা ঘুরে যাবে।।।
এখানে চান্জ না পাইলে অপেক্ষায় থাকেন।।।।। রিযিক আল্লাহর হাতে।।।।
চেষ্টা করলে দু মাসও লাগবে না জব পেতে।।।।
তার পর না হয় প্রাইভেট থেক বি এস সি টা করে নিলেন।।।

3.
অনেকেই বলে পলিটেকনিকে পড়ে কি জব করবে,,,,,, বলে হেসে উড়াইয়ে দেয়।।।।।
আপনাকে বলছি জেনারেল থেকে চার বছর পর আপনি কি জব করবেন।।।।।।।
জিজ্ঞাসা যেহেতু করেছেন উত্তরটা দিয়ে দেই,,,,
প্রথম ২ অথবা ১ বছর কম বেতনই পাবেন।।। তারপর আমার তো মনে হয় না ১৫০০০/ ২০০০০ এর নিচে জব করে।।।। এর পর বেতন বাড়ার পালা।।।।।।
আমার পরিচিত এক ভাই বর্তমান বেতন ৬০০০০।।।। সিরামিক্স কোম্পানীতে আছেন।।
আরেকজন এর ৮০০০০।।।।।
শুধু ইচ্ছা আর অভিজ্ঞতার প্রয়োজন।।।
আর কিছু কিছু সোনার হরিন জব আছে শুরুতেই কপাল খুলে যাবে আপনার।।।।।.

From – Muhammad Raihan Sarker

Diploma in Electrical Engineering.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version